পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এসেছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিন সংস্করণের ক্রিকেটে এখন পাকিস্তানের তিনজন আলাদা অধিনায়ক আছেন। টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আলী আগা এবং ওয়ানডেতে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি।
ইসলামাবাদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে শাহিনকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেস্ট দলের প্রধান কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ এবং নির্বাচক কমিটির সদস্যরা।
আগামী ৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শাহিনের নেতৃত্বে মাঠে নামবে পাকিস্তান দল। রিজওয়ানকে সরিয়ে এই সিরিজ থেকেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দলটি।
২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় শাহিন শাহ আফ্রিদির। এখন পর্যন্ত তিনি ৬৬ ওয়ানডে ম্যাচে ১৩১টি উইকেট নিয়েছেন, গড়ে ২৪.২৮। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বাধিক ১৮ উইকেট শিকার করেছিলেন তিনি।
এর আগে শাহিন অল্প সময়ের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। তবে ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সিরিজ হারের পর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার নেতৃত্বেই দল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল।
পিসিবি জানিয়েছে, আগামি বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে সাজাতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। শাহিনের নেতৃত্বে পাকিস্তান আরও আক্রমণাত্মক ও ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেবে বলে আশা করছে বোর্ড।
আপনার মতামত লিখুন :