ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ বনাম আফগানিস্তান

রশিদের স্পিনে সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

রশিদের স্পিনে সিরিজ হার বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

বোলাররা জয়ের যে চমৎকার মঞ্চ তৈরি করেছিলেন, ব্যাটারদের ব্যর্থতায় তা ধুলোয় মিশে গেল। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণিজাদুতে নীল হয়ে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খোয়ালো মেহেদী হাসান মিরাজের দল।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম (০) আউট হওয়ার পর ব্যাটিং লাইনআপে নামে ধস। শান্ত (৭), সাইফ (২২) ও মিরাজ (৪) দ্রুত ফিরলে ৫০ রানের মধ্যেই পড়ে ৪ উইকেট।

তাওহিদ হৃদয় (২৪) ও জাকের আলী (১৮) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও রশিদ খান এসে একাই গুঁড়িয়ে দেন বাংলাদেশকে। মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করে তিনি ম্যাচের গতিপথ পাল্টে দেন। ৯৯ রানে ৭ উইকেট থেকে ১০৯ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

এর আগে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে ১৯০ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। মিরাজ নেতৃত্বে ১০ ওভারে ৩ উইকেট নেন, তানভীর ইসলাম ও রিশাদ হোসেনও করেন চমৎকার বোলিং। আফগানদের ইনিংসে ইব্রাহিম জাদরান ৯৫ রানে ছিলেন একমাত্র উজ্জ্বল ব্যাটার।

কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেই পরিশ্রম বিফলে যায়। এই পরাজয়ে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ, এবং শেষ ১১ ওয়ানডের মধ্যে ১০টিতেই হারল টাইগাররা।

আমার ক্যাম্পাস

Link copied!