ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির ফাইনালে দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

টসে জিতে খুলনাকে আগে ব্যাট করতে পাঠায় রংপুর। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ১৩ বলে ২৪ রান, আর নাহিদুল ইসলাম অপরাজিত থাকেন ৭ বলে ১১ রানে। রংপুরের হয়ে দুটি উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন।

জবাবে রংপুর শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে। ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেনের ৬১ রানের জুটিতে দল পায় শক্ত ভিত। জাভেদ আউট হওয়ার আগে করেন ২৪ বলে ২৭ রান, আর নাসির খেলেন ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস।

দুই ওপেনার ফিরে গেলে জয় নিশ্চিতের পথে এগিয়ে যান অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম। ৩২ বলে অপরাজিত ৪০ রান করেন নাঈম, আর আকবর থাকেন ১৫ বলে ১৯ রানে। তাদের জুটিতে ১৮ বল বাকি থাকতে জয় তুলে নেয় রংপুর।

খুলনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ জীবন ও আফিফ হোসেন।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি–টোয়েন্টির শিরোপা জিতল রংপুর বিভাগ।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!