ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। সেইসঙ্গে শিক্ষা ক্যাডারের স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য দাবির প্রেক্ষিতে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কলেজের ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক শাখায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে কলেজের শিক্ষকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহাম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :