ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি মতবিনিময় সভা ডেকেছে। সভাটি অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায়।
সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা। স্থান হিসেবে নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষ, কক্ষ নম্বর-১৮১৫, ভবন-৬। সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতবিনিময় সভায় অংশ নেবেন ইউজিসি চেয়ারম্যান, ঢাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ও অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা কলেজের অধ্যক্ষ, সাত কলেজের প্রশাসক, বাকি ছয় কলেজের অধ্যক্ষ, সব কলেজের শিক্ষক পরিষদের সভাপতি এবং বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য উপযুক্ত প্রতিনিধিরা।
সভার মূল লক্ষ্য হলো খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা এবং প্রয়োজনীয় পরামর্শ নথিভুক্ত করা। মন্ত্রণালয় আশা করছে এই মতবিনিময় প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর ও সুষ্ঠু নীতি নির্ধারণে সহায়তা পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :