দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে মানসম্মত সাদা ছড়ি তুলে দেয়া, সকল রাস্তা ও ফুটপাত এবং গণপরিসর দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়ে আজ ১৪ই অক্টোবর ২০২৫ জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালনের অংশ হিসেবে “সাদা ছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কে র্যালি এবং অবস্থান কর্মসূচি আয়োজন করে। এই আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মানববন্ধনের পর ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
অবস্থান কর্মসূচিতে ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, নিরাপদ যাতায়াতের সাথে কর্মসংস্থান জড়িত। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যদি তার কর্মক্ষেত্রে নিরাপদে না যেতে পারে তাহলে সে কি করে চাকুরী করবে? তাই আজ সাদা ছড়ি নিরাপত্তা দিবসের প্রাক্কালে সরকারের নিকট আহ্বান জানাই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টেকসই এবং মানসম্মত ছড়ির ব্যবস্থা করার। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ প্রসঙ্গে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর নীতি সহায়তা কর্মকর্তা জনাব তালুকদার রিফাত পাশা বলেন, আধুনিক বিশ্বে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা স্মার্ট ছড়ি ব্যবহার করে থাকে। কিন্তু আমরা একটি সাধারণ ভালমানের ছড়িই হাতে পাচ্ছি না। উপরন্তু রাস্তা এবং ফুটপাতগুলো এত খারাপ যে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয়।
ডিজাবেল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইফতেখার হোসেন সোহেল বলেন, সাদা ছড়ি নিরাপত্তা দিবস কেবল একদিনই নয়, বছরব্যাপী সকল মানুষকে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। এক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তব্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক জনাব গাউস পিয়ারী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অংশ। তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সরকারসহ আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি রাস্তায় কোনো সাদা ছড়ি ব্যবহারকারীকে দেখি তাহলে অন্তত প্রশ্ন করি যে, আপনার কি কোনো সহায়তা প্রয়োজন! আর সরকারের কাছে বলতে চাই ঢাকাসহ দেশের সকল রাস্তা যেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী করা হয়, বিশেষ করে ফুটপাতগুলো। এক পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি যে, ঢাকার অন্তত ১০ শতাংশ মেনহোলে কোনো ঢাকনা নেই। এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতে অত্যন্ত অনিরাপদ ও ঝুঁকির, তাই অবিলম্বে এসব মেরামত করা আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলতে চাই শহরটাকে যদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে পরিকল্পনা করা হয় তাহলে আমরা সবাই উপকৃত হব।
জাতীয় সাদা ছড়ি নিরাপত্তা দিবসের অবস্থান কর্মসূচিতে মোছা. শাপলা খাতুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ থেকে কমিনিকেশন অফিসার মাহামুদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুন নাহার তনিমা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টেও প্রোগ্রাম হেড সৈয়দা অনন্যা রহমান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা থেকে মো. জাকির হোসেন এবং অনুষ্ঠানের প্রবন্ধ পাঠ করেন বরনী দালবত, প্রজেক্ট ম্যানেজার, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :