ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভোট দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন শুরু

চবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

ভোট দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন শুরু

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা দলে দলে ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসের বাইরে থেকে আসা–যাওয়া করেন, তাদের অনেকেই আজ সকাল সকালই পৌঁছে গেছেন ভোট দেওয়ার জন্য। ক্যাম্পাসের মূল ফটকে মাইকিং করে শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানানো হচ্ছে, যাতে কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে না পারে।

সকাল ৮টা ২০ মিনিটে দিনের প্রথম শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছায়। ট্রেন থেকে নামার পরই শিক্ষার্থীরা সরাসরি ভোটকেন্দ্রের দিকে রওনা দেন। আজ ক্লাস বা পরীক্ষা না থাকায় সবার লক্ষ্য একটাই—চাকসু নির্বাচনে ভোট প্রদান।

ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে শাটল ট্রেনের প্রথম ফেরা, যা এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। চাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন, আর ১৪টি হল ও ১টি হোস্টেলের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা দিয়েছে উচ্ছ্বাস, প্রত্যাশা আর উৎসবের আবহ। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন শুধু ভোটের নয়, এটি তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও অংশগ্রহণের এক ঐতিহাসিক মুহূর্ত।

আমার ক্যাম্পাস

Link copied!