চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। সকাল ৯টা থেকে ভোট শুরু হলেও বিভিন্ন অনুষদে ভোটকেন্দ্রে কার্যক্রম শুরু হয় সাড়ে নয়টায়। সাড়ে চার ঘণ্টায় মোট ১৫টি ভোটকেন্দ্রে প্রায় ১১ হাজার ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার গোলাম হোসেন হাবীব।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ৬০টি কক্ষে স্থাপন করা ৬৮৯টি বুথে ২৭ হাজার ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিজ্ঞান অনুষদ ভবনের তিনটি ভোটকেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ১ হাজার ৬০৩ জন ভোট দিয়েছেন। এখানে তিনটি কেন্দ্রে মোট ১১৩টি বুথ রয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন জানিয়েছেন, বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত মোট ৪ হাজার ৫৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৬০৩ জন।
শাহ আমানত হলের ভোটকেন্দ্রে ২ হাজার ২৪৭ ভোটারের মধ্যে ৭৪৬ জন ভোট দিয়েছেন—ভোটের হার ৩৫ শতাংশ। মাস্টারদা সূর্য সেন হলের ভোটকেন্দ্রে ৫১৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৭ জন—হার ৪২.০৫ শতাংশ। শহীদ আবদুর রব হলের ভোটকেন্দ্রে ১ হাজার ৭৭৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪০ জন—হার ৩৬ শতাংশ।
দুপুরের পর ভোটগ্রহণের গতি আরও বাড়ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :