ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

ছবিঃ সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটে তারা শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগে এসে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলেও তারা তা ভেঙে এগিয়ে যান। এ সময় শিক্ষকরা হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। কেউ কেউ ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষকরা স্লোগান দিচ্ছেন ও দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। শাহবাগ অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, অনেকে বিকল্প পথে যাতায়াত করছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানান, এনসিপির সিনিয়র নেতারা শহীদ মিনারে আসায় শাহবাগ কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হয়।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান,
২. ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা,
৩. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয় অভিমুখে লং মার্চের সময় পুলিশ বাধা দিলে শিক্ষকরা হাইকোর্টের সামনে বসে পড়েন। পরে রাত সাড়ে আটটার দিকে তারা শহীদ মিনারে ফিরে আসেন।

আমার ক্যাম্পাস

Link copied!