রাজধানীর রূপনগর শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লেগে থাকা আগুন ২৩ ঘণ্টা পেরিয়েও পুরোপুরি নেভানো যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়, আর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্তও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে দাহ্য রাসায়নিক থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। কতক্ষণে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর কাজ করে যাচ্ছেন।
আগুন লাগার একই সময় পাশের চারতলা পোশাক কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে, যা মঙ্গলবারই নিয়ন্ত্রণে আসে। ওই ভবন থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাত থেকেই নিখোঁজদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। বুধবার সকালে তাদের কেউ কেউ মরদেহ দেখে স্বজন হিসেবে দাবি করেছেন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে—ডিএনএ পরীক্ষার মাধ্যমেই চূড়ান্ত পরিচয় নিশ্চিত করা হবে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল জলিল জানান, প্রথমে রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুনের শিখা আতশবাজির মতো উপরে উঠে পাশের ভবনের দিকে ছড়িয়ে পড়ে। চারতলা ভবনের নিচতলায় ছিল এমব্রয়ডারি কারখানা, দোতলায় স্ক্রিনপ্রিন্ট কারখানা, তৃতীয় তলায় গার্মেন্টস ইউনিট এবং চতুর্থ তলায় গার্মেন্টসের গুদাম। তিনি বলেন, “প্রথমে কেউ বুঝতেই পারেনি আগুন পাশের ভবনেও লেগেছে। পরে দেখা যায়, ভেতরে থাকা সবাই আগুনে পুড়ে মারা গেছে।”
এদিকে আগুন লাগার পর থেকেই রাসায়নিক গুদামের মালিক শাহ আলম পলাতক। স্থানীয়দের দাবি, ওই এলাকায় তার একাধিক রাসায়নিক গুদাম রয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :