ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

৫ দল নিয়েই হবে বিপিএল, বরিশাল থাকছে কি না যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

৫ দল নিয়েই হবে বিপিএল, বরিশাল থাকছে কি না যা জানা গেল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে শিগগিরই। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।

ইতিমধ্যে বিপিএল আয়োজনের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। প্রতিষ্ঠানটি আগামী তিন মৌসুম বিপিএলের আয়োজন করবে।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের ১২তম আসর।

তবে এবারের বিপিএলে কতটি দল অংশ নেবে, তা নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ধারণা করা হচ্ছিল, আগের আসরের তুলনায় দল সংখ্যা কমতে পারে—শেষ পর্যন্ত সেটাই বাস্তব হচ্ছে।

বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন ইঙ্গিত দিয়েছেন, এবারের বিপিএল আগের চেয়ে ছোট পরিসরে আয়োজন করা হবে। তিনি বলেন, ‘আগের মালিকানা যদি না থাকে, নতুন কেউ দল নিতে পারবে। ওপেন টেন্ডার দেওয়া হবে, এরপর যে কেউ দল কিনতে পারবে। আশা করছি বরিশালসহ কয়েকটি দল থাকবে।’

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবারের আসর সর্বোচ্চ পাঁচ দলের হবে। তিনি বলেন, ‘আমরা চার বা পাঁচ দলের জন্য প্রস্তুতি নিয়েছি। ছয় দল হওয়ার সুযোগ নেই। কাল টেন্ডার আহ্বান করা হবে। রংপুর, বরিশাল—সব দলই চাইলে অংশ নিতে পারবে।’

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!