ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

শেষ মুহূর্তের গোলে স্তব্ধ বাংলাদেশ, হংকংয়ের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫

শেষ মুহূর্তের গোলে স্তব্ধ বাংলাদেশ, হংকংয়ের নাটকীয় জয়

ছবি: সংগৃহীত

শক্তিশালী হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তে হতাশার হার দেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের শেষ বাঁশি বাজানোর আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন হংকংয়ের রাফায়েল মার্কিস, যাঁর গোলে ৪-৩ ব্যবধানে হারতে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে।

দীর্ঘ সময় ৩-১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে দারুণভাবে সমতায় ফেরে। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোল ও ইনজুরি সময়ের নবম মিনিটে সামিত সোমের হেডে গোল পেয়ে বাংলাদেশ ৩-৩ সমতা আনে। গ্যালারিতে তখন আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি এক মিনিটও—রাফায়েলের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

শেষ বাঁশি বাজতেই জাতীয় স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। কেউ মাঠেই বসে পড়েন, কেউ বা জার্সি দিয়ে মুখ ঢেকে ফেলেন। হোম ম্যাচে একবার লিড নিয়ে সমতায় ফেরার পরও পরাজয়ই সঙ্গী হলো লাল–সবুজের।

এই হারে বাংলাদেশের ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন প্রায় শেষ। তিন ম্যাচ শেষে হংকং সাত পয়েন্ট নিয়ে শীর্ষে, সিঙ্গাপুরের পয়েন্ট পাঁচ, ভারতের দুই, আর বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে তলানিতে। বাকি ম্যাচে ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানো এখন কঠিনই বলা যায়।

ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি–কিকে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা চৌধুরি। প্রথমার্ধের ইনজুরি সময়ে কর্নার থেকে গোল করে সমতায় ফেরে হংকং। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যেই তারা লিড নেয়। এরপর ডিফেন্সের বড় ভুলে রাফায়েল দলের তৃতীয় গোলটি করেন।

৩-১ ব্যবধানের পর পাল্টে যায় বাংলাদেশের খেলার ধরন। বদলি হিসেবে নামা জামাল, জায়ান, ফাহমিদুল ও সামিত মাঠে নেমে গতি ও আক্রমণ বাড়ান। বাঁ প্রান্তে জায়ান আহমেদ দারুণ ভূমিকা রাখেন। ৮৪ মিনিটে মোরসালিন গোল করে ব্যবধান কমান। ইনজুরি সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে সামিত হেডে গোল করে সমতা আনেন।

তবে ডিফেন্সের আরেক ভুলেই শেষ মুহূর্তে বাংলাদেশ হারে।
এই ম্যাচে হামজার এটি ছিল জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল। এর আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। সামিত সোমও নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোলের দেখা পান। কিন্তু শেষ পর্যন্ত সেই গোলগুলোও হতাশার পরিণতি বদলাতে পারেনি।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!