ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সাইফের ব্যাটে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

সাইফের ব্যাটে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ দল। এবার লক্ষ্য ছিল রশিদ খানদের হোয়াইটওয়াশ করা। তিন বছর আগে একই মাঠে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল টাইগারদের। তবে এবার ইতিহাস বদলে দিয়েছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন দল। শারজাহতে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ হাসান। মাত্র ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। তার এই ইনিংসের ওপর ভর করেই ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বল হাতে দেখান নিখুঁত নিয়ন্ত্রণ। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ দিকে দারবিশ রাসুলি (৩২) ও মুজিব উর রহমান (২২*) কিছুটা লড়াই করে দলকে ১৪৩ রানে পৌঁছে দেন।

১৪৪ রানের টার্গেটে নামা বাংলাদেশ শুরুতে পারভেজ হোসেন ইমন (১৪) দ্রুত হারালেও, দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও সাইফ হাসান গড়ে তোলেন ৫৫ রানের জুটি। তানজিদ ৩৩ রানে আউট হলেও সাইফ তখন ব্যাটে আগুন ধরান। ১৬তম ওভারে বশির আহমেদের বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন তিনি।

শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও সাইফ শান্তভাবে খেলা চালিয়ে যান। অপর প্রান্তে ছিলেন নুরুল হাসান সোহান, যিনি ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত আহমদজাইয়ের বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন সোহান।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ সম্পন্ন করে। সিরিজজুড়ে প্রতিটি ম্যাচেই প্রথমে বোলিং করে পরে রান তাড়া করে জয় পেয়েছে টাইগাররা—যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৪৩/৯, ২০ ওভার (দারবিশ রাসুলি ৩২, সেদিকুল্লাহ অটল ২৮; সাইফউদ্দিন ৩-১৫)
বাংলাদেশ: ১৪৪/৪, ১৮ ওভার (সাইফ হাসান ৬৪*, তানজিদ হাসান ৩৩; মুজিব উর রহমান ২-২৬)
ফলাফল: বাংলাদেশ জয়ী ৬ উইকেটে
ম্যাচসেরা: সাইফ হাসান

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!