ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আলপি-সুরভিরা।

বাছাইয়ের পরবর্তী পর্বে যেতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে দলটি। ষষ্ঠ মিনিটে বক্সের ভেতরে বাংলাদেশের সুরভী রানী প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে চাইনিজ তাইপে পায় পেনাল্টি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন উ-কাই জুয়ান।

৩৪ মিনিটে ব্যবধান বাড়ান ঝং ইয়ুনকিয়ান। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে বাংলাদেশ। ৬৭ মিনিটে আসে তৃতীয় গোল, আর ইনজুরি সময়ে চাইনিজ তাইপে জালে আরও দুটি গোল যোগ করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে।

এ হারের ফলে অনূর্ধ্ব-১৭ নারী দলকে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়, আর চাইনিজ তাইপে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে।

আমার ক্যাম্পাস

Link copied!