ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জাতীয় বেতন কমিশন গঠনের পর শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে মতামত আহ্বান

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

জাতীয় বেতন কমিশন গঠনের পর শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে মতামত আহ্বান

ছবিঃ সংগৃহীত

জাতীয় বেতন কমিশন–২০২৫ প্রণয়নের লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে অনলাইনে মতামত আহ্বান করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ওয়েবসাইটে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকার গত ২৭ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করেছে। এই কমিশনের দায়িত্ব হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করা।

জাতীয় বেতন কমিশন গত ১৪ আগস্ট প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে কার্যক্রম শুরু করে। কমিশনের অংশ হিসেবে একটি ন্যায়সঙ্গত ও কার্যকর বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে অনলাইনে মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় চাকরিজীবী, সাধারণ জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের জন্য চারটি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে কমিশন। সব প্রশ্নমালা পাওয়া যাবে কমিশনের সরকারি ওয়েবসাইটে (http://paycommission2025.gov.bd)।

চারটি প্রশ্নমালার একটি নির্ধারিত হয়েছে প্রতিষ্ঠানের জন্য, যা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার প্রধানকে পূরণ করতে হবে। পাশাপাশি অন্যান্য প্রশ্নমালার ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে মতামত দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

মাউশির চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে, যাতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ চাকরিজীবীদের মতামত নতুন বেতন কাঠামো প্রণয়নে যথাযথভাবে প্রতিফলিত হয়।

আমার ক্যাম্পাস

Link copied!