ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও তার মায়ের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও তার মায়ের

ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পেরিয়েছে। দীর্ঘ সময় ধরে অপমৃত্যু হিসেবে চলা মামলাটিকে অবশেষে হত্যা মামলা হিসেবে রূপান্তর করার নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি এখন রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ প্রয়াত হন। দীর্ঘদিন ধরে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও কার্যকর কোনো তদন্ত হয়নি। নতুন নির্দেশনার পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি ও খল অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সালমানের মা নীলা চৌধুরী অভিযোগ করেছেন, পূর্বে তারা যখন হত্যা মামলা করার চেষ্টা করেছিলেন, পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ বলেছিল, “যদি তদন্তের সময় প্রমাণ পাওয়া যায় যে এটি হত্যা, তবে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় পরিণত হবে।” সালমান শাহর মৃত্যুর পর থেকে পরিবার অনেকাংশেই অভিযোগের তির সামিরার দিকে ধরেছিল, যা সামিরা বরাবরই অস্বীকার করেছেন।

অদ্যাবধি, হত্যা মামলা হিসেবে নির্দেশনা দেওয়ার পর থেকে সামিরা ও তার মা লতিফা হক লুসির খোঁজ মেলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। অপরদিকে, মামলার অপর আসামি ডন হককেও কয়েকদিন ধরেই ফোনে পাওয়া যাচ্ছে না।

নব্বইয়ের দশকে ঢালিউডে অভিষেক হওয়া সালমান শাহ মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর নাম আজও চিরস্মরণীয়। সম্প্রতি আদালতের নির্দেশ এবং মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশ হওয়ার পর ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সালমান শাহর সমর্থকরা এ হত্যাকাণ্ডের নেপথ্য রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!