এবার এশিয়া কাপের আয়োজন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির এবারের আসর, যার নাম রাখা হয়েছে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫’। এর মাধ্যমে প্রথমবারের মতো কাতারে কোনো আন্তর্জাতিক মানের বহুদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায় দেশটি।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ। ওমানও ২০২১ সালের টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব আয়োজন করেছিল। এবার সেই ধারাবাহিকতায় কাতারও নিজেদের ক্রিকেট অবকাঠামো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যাচ্ছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, মোট আটটি দল অংশ নেবে এই আসরে। মূলত ‘এ’ দলগুলোর প্রতিযোগিতা হিসেবে ২০২৪ সাল পর্যন্ত যে টুর্নামেন্টটি ‘এমার্জিং এশিয়া কাপ’ নামে পরিচিত ছিল, সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাইজিং স্টার্স’। এবার টুর্নামেন্টটি হবে টি২০ ফরম্যাটে, যেখানে ম্যাচের দৈর্ঘ্য হবে ২০ ওভার করে।
এসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারে টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসার ঘটানো এবং স্থানীয় পর্যায়ে খেলার জনপ্রিয়তা বৃদ্ধি করা। কাতার ইতিমধ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা গড়ে তুলেছে, যা এই টুর্নামেন্টের সফল আয়োজন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫ ক্রিকেট বিশ্বে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে অংশগ্রহণকারী দলগুলো তাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাবে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :