ইসকন নিষিদ্ধের দাবিততে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে শুরু করে মূল ফটকে পর্যন্ত মানববন্ধন হয়।
মানববন্ধনে নানা রকম স্লোগান দেন, যার মধ্যে ছিল “উগ্রবাদী সন্ত্রাসী”, “ইসকনের ঠাঁই নাই”, “ইসকন জঙ্গী”, “স্বৈরাচারের সঙ্গী”, ইত্যাদি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন, ফাহাদ ইসলাম ও লিটন আকন্দ প্রমুখ।
সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ আহমেদ বলেন,বাংলাদেশের ভুঁইফোড় বিষস্ফুরণের নাম।৫ই আগষ্টের পর হাসিনা পালানোর পর থেকে তাদের কালো হাতের সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পাতিকে উচকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।সুতরাং তাদের কুকর্মকে শৃঙ্খলা বজায় রাখার জন্য নিষিদ্ধেরো দাবি জানায়।
কেন্দ্রীয় সহ সমন্বয় লিটন আকন্দ বলেন,শেখ হাসিনা ঠিকই বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন ঠিকই রেখে গেছে।তাই ইসকন নিষিদ্ধের দাবি জানায়।
সংগঠিত শিক্ষার্থীরা মানববন্ধনে আরও অভিযোগ করেন যে বাংলাদেশে ইসকন বিভিন্ন সময়ে নানাভাবে হস্তক্ষেপ করে এবং আলাদা ধর্মীয় ভাবধারার মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

আপনার মতামত লিখুন :