ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফোন করে মাশরাফি–তামিম পরামর্শ দিয়েছেন: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

ফোন করে মাশরাফি–তামিম পরামর্শ দিয়েছেন: মিরাজ

ছবিঃ আমার ক্যাম্পাস

ওয়ানডে দলের নেতৃত্ব নেওয়ার পর মেহেদী হাসান মিরাজের শুরুটা ছিল কঠিন। টানা কয়েকটি সিরিজে ব্যর্থতা দলকে চাপে ফেলেছিল। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর, ওয়েস্ট ইন্ডিজ সফরেও দল জিততে পারেনি। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ছিল তার জন্য নেতৃত্ব ধরে রাখার বড় পরীক্ষা।

অবশেষে সেই পরীক্ষায় উতরে গেলেন মিরাজ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৯ রানের বড় জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ জানান, কঠিন সময়ে দেশের দুই সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল তাকে ফোন করে উৎসাহ ও পরামর্শ দিয়েছেন।

মিরাজ বলেন,

> “বাংলাদেশের যারা সফল অধিনায়ক—মাশরাফি ভাই, তামিম ভাই—তারা আমাকে অনেক সমর্থন দিচ্ছেন। তামিম ভাই ফোন করে বলেছে, ‘এভাবে করলে ভালো হবে।’ ওরা দেশের সফলতম অধিনায়ক, ওদের সমর্থন আমার কাছে অনেক বড় প্রেরণা।”

এ সময় তিনি আরও জানান, ঘরের মাঠে বড় দলের বিপক্ষে সুবিধা নিতে চান তিনি। তবে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে চান স্পোর্টিং উইকেটে।

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে মিরাজ বলেন,

> “আমরা জানতাম উইকেট কেমন হবে। এটা নতুন কিছু না। আমি প্রায় নয়–দশ বছর ধরে এখানে খেলছি। আগে উইকেটে কিছুটা ঘাস থাকত, এখন নেই। ঘাস থাকলে বল স্কিড করে, এখন একটু ধীরে আসে। তবে বড় কোনো পার্থক্য মনে হয়নি।”

সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ আবারও ওয়ানডে ফরম্যাটে জয়ের ধারায় ফিরেছে। দলের তরুণ অধিনায়ক হিসেবে এই সাফল্য মিরাজের নেতৃত্বের প্রতি নতুন আস্থা জাগিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।

আমার ক্যাম্পাস

Link copied!