জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করা হয়।
তবে এনসিপির পক্ষ থেকে এ খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে দাবি করা হয়েছে।
দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন,
“নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন,
“তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দলের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত আছেন।”
দলীয় একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে এনসিপির অভ্যন্তরীণ কিছু সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হলেও নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া দল পায়নি।
তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিজস্ব কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :