ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সিলেটের যা অবস্থা, মাওলানা শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে: সাঈদ খান।

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

সিলেটের যা অবস্থা, মাওলানা শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে: সাঈদ খান।

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক সাঈদ খান বলেছেন, ধর্মের দোহাই দিয়ে বিএনপি রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। বিএনপি সাম্প্রদায়িকতাকে শ্রদ্ধা করে, বিএনপি সম্প্রীতিকে লালন করে, বিএনপি মনে করে ৫৬ হাজার বর্গমাইলে যত নাগরিক সকলের সমান অধিকার। ধর্মীয় বিবেচনায় জান্নাত জাহান্নাম ফরিয়াদি করার সুযোগ নেই। এখানে পিআর এর নামে একটি লক্ষ্য তাদের দলের আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু তাদের এলাকায় ভোটে জিততে পারবে না। সিলেটের যা অবস্থা, ডক্টর মাওলানা শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। জামায়তে আমির মাওলানা শফিকুর রহমানের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য পিআর এর ফেতনা পাতিয়েছে। পিয়ার এর বায়না ধরেছে, যেন মামা বাড়ির আবদার। জনগণ ভোট দিবে, ভোট দিবে ঘোড়ায় এমপি হবে গাধায়। ভোট দিবেন পিরকে এমপি হবে চোর, এটাই হলো তাদের পিআর। তাদের নেতাদের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য এই পিআর এর অজুহাত নিয়ে নেমেছে। বৃহস্পতিবার(২৩ অক্টোবর)সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, এই পিআর দিয়ে তারা নির্বাচন আটকাতে চায়। কারণ কি জানেন? এই বাংলাদেশে যেন নির্বাচন না হোক, শান্তি শৃঙ্খলা না ফিরুক, গণতন্ত্র না ফিরুক, এটি কারা চায় জানেন? এটি চাই দিল্লি। ইন্ডিয়া চায় বাংলাদেশে শান্তি না আসুক। আর একজন চায়, সে কে জানেন? যে কিনা পালিয়ে গেছে, যে কিনা পালিয়ে তার বাবার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন, মামা বাড়িতে। সেই মামা বাড়িতে বসে মামা বাড়ির আবদার করছেন। যখন হাজার হাজার শিশুকে রাজপথে গুলি করে মারা হয়েছে, যখন দাড়ি-টুপিওয়ালা মানুষকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। ভিন্ন মত প্রকাশ করার অপরাধে শিক্ষককে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নেওয়া হয়েছে। থানা পুলিশকে বানানো হয়েছে ছাত্রলীগ যুবলীগের মতো পুলিশ লীগ। শেখ হাসিনা চায়না এখানে নির্বাচন হোক। আরেকটি পক্ষের সাথে কন্ঠ মিলে যায়, ওই দিল্লী এবং হাসিনার সাথে কন্ঠ মিলে যায়। যারা পিআর চায়। যারা পিআর না হলে ভোট হতে দেবে না। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। পিয়ার টিয়ার কিছু না, তাদের যদি কয়টা আসন ছেড়ে দেয়া হয়, তাদের যদি বিজয় নিশ্চিত করা হয়, শুরশুর করে নির্বাচনে চলে যাবে। আরে বাবা তোমরা পিআর ছাড়া নির্বাচনে যাবা না, তাহলে ৩০০ আসনে প্রার্থী দিচ্ছ কেন? ৩০০ আসনে প্রার্থী দিয়ে মানুষের কাছে ভোট চাও কেন, এসব ভন্ডামি সুতরাং মোনাফেকদের থেকে সাবধান থাকবেন। 

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণতন্ত্রে বিশ্বাসী দল, জনগণের প্রতি শ্রদ্ধাশীল দল, বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধিতে শক্তিশালী করার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি এবং এই প্রজন্মের আকাঙ্ক্ষা আশার আলো মুক্তির সনদ, ৩১ দফা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আমার জন্য ভোট চাই না, আমি ধানের শীষের জন্য ভোট চাই। আমার মত আরো পাঁচজন এই পিরোজপুরে ভোট চাইছে। আমরা সবাই ধানের শীষের কর্মী। আমিও একজন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। আমি প্রার্থী না, আমি প্রত্যাশী। আমার কর্মকাণ্ড এবং আমার যোগ্যতা দেখে যদি দল মনে করে যে, আমি নির্বাচন করার মতন যোগ্য, তাহলে আমাকে দল মনোনয়ন দিতেও পারে। আমি কাজ করছি দলের জন্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমার ক্যাম্পাস

Link copied!