লাগাতার ধর্ষণ নিপীড়ন, ‘উগ্র হিন্দুত্ববাদী’ ইসকনের অপতৎপরতা ও টঙ্গীতে মসজিদের খতিবকে অপহরণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪অক্টোবর) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের, ‘ব্যান ব্যান ইসকন’, ‘হিন্দুত্ববাদের গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘স্বৈরাচারী সঙ্গী ইসকন তুই জঙ্গী’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘তুমিও জানো আমিও জানি, ইসকন মানে হিন্দুস্তানি’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘শাপলার হাতিয়ার জেগে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সাফায়েত মীর বলেন, “ইসকন কোনো রিলেজিয়াস সংগঠন নয়। ইসকন দ্বারা ভালোবাসার ফাঁদে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে। এত এত অঘটন, ক্রাইম ঘটানোর পরও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। চট্টগ্রামে আলীফ হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। আমরা এই ইন্টেরিয়াম সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাধারণ জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি তারা ইসকনের বিরুদ্ধে কোন কঠিন পদক্ষেপ না নেয় তবে আমরা সহিংসহ হয়ে উঠবো। আইন আমাদের হাতে তুলে নিতে বাধ্য হবো।”
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, “আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে, যারা আমাদের ঈমানের শিক্ষা দেয় সেই ইমামদের বলে বলে গুম করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ ধর্ষিতাকে দোষী সাব্যস্ত করে অফিসিয়াল বিবৃতি দিচ্ছে। আমরা বলে দিতে চাই, আমাদের আবেগ নিয়ে খেলবেন না, আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিবেন না।”
তিনি আরো বলেন, “গতবছর ইসকন নামের হিন্দুত্ববাদী সংগঠন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল, এক বছর পার হয়ে গেলেও আমরা ভাই হত্যার বিচার এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না।”

আপনার মতামত লিখুন :