রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় অনুমোদনের পর শনিবার (২৮ অক্টোবর) এই কমিটি প্রকাশ করা হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম আজম, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিনার রহমান।
সিনিয়র সহ-সভাপতি পদে আছেন মেহেদী হাসান, সহ-সভাপতি রাব্বিক হোসেন, মোহাম্মদ সোহাগ, রিফাত আহমেদ এবং আব্দুল কাদের।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফখরুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল মাহমুদ, জুবায়ের হোসেন ও রাজু আহমেদ।
সাংগঠনিক সম্পাদক ছায়ান তারেক, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম ও সুমন সরকার। দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক রিফাত, অর্থ সম্পাদক আলআমিন ইসলাম এবং জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক রতন মিয়া দায়িত্ব পেয়েছেন।
এই নতুন কমিটিকে অনুমোদন দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান ।
এ বিষয় নতুন কমিটির সভাপতি মো. গোলাম আজম বলেন, ২০১৯ সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও নানা হুমকি ও হামলার মুখেও সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যাম্পাসে নতুন কমিটি গঠিত হয়েছে। আগের মতোই ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাবে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক মিনার রহমান জানান, কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু, অনেক বাঁধাকে উপেক্ষা করে আমাদের এ পথচলা। সোহরাওয়ার্দী কলেজের নতুন কমিটি প্রকাশ হওয়ায় পর এটাকে অনেক ইতিবাচক ভাবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন পুরোনো ধারা অব্যাহত থাকবে কিনা। আপনারা নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা রাখেন —আমারা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে এবং রাজনৈতিক সহিংসতা থেকে দূরে রাখতে পারি। শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে তাদের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের নেতৃত্ব গড়ে তুলবো আদর্শ ও কর্মদক্ষতার ভিত্তিতে পরিচালিত হবে আমাদের কার্যক্রম, দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়।

আপনার মতামত লিখুন :