ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক

মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকছে না, যুক্ত হচ্ছে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী মূল্যায়ন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকছে না, যুক্ত হচ্ছে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী মূল্যায়ন

ছবিঃ স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক (সংগৃহীত)

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও লিখিত অংশ থাকছে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বর্ণনামূলক বা রচনা ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত করার কথা থাকলেও, ফল প্রকাশে বিলম্ব ও মূল্যায়নের জটিলতা এড়াতে আগের মতোই শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, লিখিত অংশ অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে গত কয়েক মাসে অন্তত ১৫টি সভা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবটি দেওয়া হলেও, নানা মহলে আপত্তি ওঠে। ফল প্রকাশে বিলম্ব এবং প্রশাসনিক জটিলতার আশঙ্কায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, “আগামী মেডিকেল ভর্তি পরীক্ষা আগের মতোই এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তবে সাধারণ জ্ঞান অংশের সঙ্গে ‘মানবিক গুণাবলী’ বিষয়টি যুক্ত করার প্রস্তাব এসেছে। এখন সাধারণ জ্ঞান অংশে ১০ নম্বরের প্রশ্ন থাকে; সেটি বাড়িয়ে ১৫ থেকে ২০ নম্বর করা হতে পারে। এ নম্বর অন্য বিষয়গুলোর সঙ্গে সমন্বয় করা হবে। বিষয়টি আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে।”

লিখিত অংশ না রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা লিখিত পরীক্ষা যুক্ত করার চিন্তা করেছিলাম, তবে খাতা মূল্যায়নে অনেক সময় লাগবে। এমসিকিউ পদ্ধতির ফল ওএমআর মেশিনে দ্রুত বের করা যায়, সাধারণত দুই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব। শিক্ষার্থীরা দ্রুত ফল পাওয়ার অভ্যস্ত, তাই এবারের পরীক্ষায় লিখিত অংশ রাখা যাচ্ছে না।”

অধ্যাপক নাজমুল হোসেন আরও বলেন, “এতদিন ভর্তি পরীক্ষায় মূলত স্মরণশক্তি ও মুখস্তবিদ্যাকে প্রাধান্য দেওয়া হতো। আমরা চাই ধীরে ধীরে কিছু বৈচিত্র্য আনতে। একজন প্রার্থীর বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিবোধ, বুদ্ধিমত্তা ও মানবিকতা যাচাই করতে চাই। একজন চিকিৎসকের শুধু জ্ঞান নয়, মানবিক গুণও গুরুত্বপূর্ণ। তাই এবার কিছু প্রশ্নে মানবিকতা ও সাধারণ জ্ঞান যাচাইয়ের উপাদান যোগ করা হবে।”

তিনি জানান, এই পরিবর্তনের বিষয়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। তবে বড় কোনো পরিবর্তন এখনই আনা হচ্ছে না, ধীরে ধীরে তা বাস্তবায়ন করা হবে। “আমরা চাই দুই-তিন বছরের মধ্যে এমন প্রশ্ন কাঠামো তৈরি করতে যেখানে একজন পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা এবং মানবিকতার প্রতিফলন ঘটবে। তবে সময়সীমা ও প্রশ্নের ভারসাম্য ঠিক রাখতে এটি ধীরে ধীরে করা হবে,” বলেন তিনি।

আগামী অক্টোবরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত হবে বলে জানা গেছে।

অর্থাৎ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে, তবে প্রশ্নপত্রে মানবিক গুণাবলী ও সাধারণ জ্ঞানের উপাদান যুক্ত হয়ে পরীক্ষার্থীদের মানসিক ও নৈতিক সক্ষমতা যাচাইয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আমার ক্যাম্পাস

Link copied!