ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফার্মগেটে মেট্রোরেল থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

ফার্মগেটে মেট্রোরেল থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল চলাচলের সময় ট্র্যাক থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওপর দিয়ে মেট্রোরেল পার হচ্ছিল। হঠাৎ ওপর থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তাঁর মাথায় আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উপ-পরিদর্শক শহিদুজ্জামান বলেন, “আমরা কাছাকাছি অবস্থান করছিলাম। খবর পেয়ে পৌঁছে দেখি একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।”

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ার ঘটনা ঘটেছিল। গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।

এক মাসের ব্যবধানে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মেট্রোরেল কর্তৃপক্ষের উচিত নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ জোরদার করা, যাতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে।

আমার ক্যাম্পাস

Link copied!