বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ সংগঠনটির নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে পরিচিত হবে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বাগছাস। বৈষম্য ও অনিয়মবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় ছিল। তবে সম্প্রতি ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
নতুন নাম ঘোষণার সময় জুলাই আন্দোলনে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী উপস্থিত থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে সংগঠনের নতুন পরিচয়ের ঘোষণা দেন। সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, ‘বাগছাস’ এনসিপির আদর্শ ও নীতির অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখন তারা এনসিপির পুরনো ছাত্র প্ল্যাটফর্মের ঐতিহ্য বহন করে নতুনভাবে কাজ শুরু করবে। যদিও দলটির পুরনো সংগঠনের নাম ছিল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’, এবার তারা সেটিকে সম্প্রসারিত রূপে ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে চালু করছে।
নেতৃত্বের মতে, নতুন নামের মাধ্যমে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা নীতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :