ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ইনস্টিটিউট লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীরা একত্রিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিক আনোয়ার।
অতিথিরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক গুণাবলিতে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা শুধু পেশাগত সাফল্যের জন্য নয়, বরং নৈতিক চরিত্র গঠনের মাধ্যম হিসেবেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে ২০২৫–২৬ সেশনের ১২০ জন নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে ছিল কোরআন তেলাওয়াত, স্বাগত ভাষণ, অনুপ্রেরণামূলক আলোচনা ও সাংস্কৃতিক পর্ব।
শেষে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার তুলে দেওয়া হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :