উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজিত “নবীনবরণ অনুষ্ঠান–২০২৫”। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল।
প্রধান আলোচক রেজাউল করিম শাকিল বলেন, “ক্যাম্পাসে প্রবেশের শুরুতেই শিক্ষার্থীদের বুঝতে হবে কার সঙ্গে পথচলা উচিত। জীবনের এই পর্যায়ে সঠিক দিকনির্দেশনা না পেলে মেধা থাকা সত্ত্বেও অনেকেই পিছিয়ে যায়। ইসলামী ছাত্রশিবির সেই সহায়ক শক্তি হয়ে পাশে থাকতে চায়।”
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষা কেবল পেশাগত সাফল্যের জন্য নয়; এটি আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের পথ।”
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিবির শাখার সভাপতি মিসবাহুল ইসলাম রিফাত বলেন, “ইসলামী ছাত্রশিবির নানা চড়াই-উতরাই পেরিয়ে সুস্থ ধারার রাজনীতি ও আদর্শিক ছাত্র নেতৃত্ব গড়ে তুলেছে।
অনুষ্ঠানে প্রায় ৪০০ জনেরও অধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নবীনদের বরণ উপলক্ষে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া-মোনাজাত।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, নেতৃত্ব এবং ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :