যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দুই টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ড. ইঞ্জি.
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এ বছর চুয়াডাঙ্গা জেলা থেকে যারা যবিপ্রবিতে ভর্তি হয়েছো, তোমাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কে বরণ করে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তোমাদের প্রতি আহ্বান থাকবে প্রথম থেকেই ভালোভাবে লেখাপড়া করবে ভলো সিজি ধরে রাখবে, ভালো বন্ধু তৈরি করবে, বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব আছে তোমরা চাইলে সেগুলোর সাথে যুক্ত হতে পারো এতে করে তোমাদের স্কিল বাড়বে।
এছাড়া তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য, দায়িত্ব ও সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবীনদেরকে জ্ঞান, শৃঙ্খলা ও সততার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে উৎসাহিত করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা।
আপনার মতামত লিখুন :