ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বৃত্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন 

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

বৃত্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন 

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত  আবেদন করতে পারবেন।

আজ বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক শিক্ষার্থী এখনো আবেদন করতে পারেনি তাই এ সিদ্ধান্ত |
এর আগে, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষার্থীরা ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা

(https://scholarship.jnu.ac.bd) লিংকে প্রবেশ করে ‘Apply for JNU Scholarship’ অপশনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এর জন্য শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সঙ্গে কিছু নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি, শিক্ষার্থীর বাবা-মা-অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, পরিবারের মাসিক আয় সংক্রান্ত সনদ (ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/চাকরিদাতা কর্তৃক স্বাক্ষরিত), ভাড়া বাসায় বা মেসে বসবাস করলে সর্বশেষ মাসের ভাড়ার রসিদ। 

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!