ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক সংস্থা Future Nation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে Employability Masterclass ও Scholarship Awarding Ceremony অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র- নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ সেমিনার শুরু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব এবং রিসার্চ সোসাইটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ সেমিনারে ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ফিউচারনেশনের টেকনোলজি লিড আমিনুর রশিদ এবং ইয়ুথ এনগেজমেন্ট অফিসার আনজুম আলিফ।
বিজনেস ক্লাবের অফিস সেক্রেটারি ওয়াসিফুর রহমান, ক্যারিয়ার ক্লাবের প্রোগ্রাম অরগানাইজার বিজিতা আবৃত্তি এবং বিজনেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জান্নাতুল ফুলের সঞ্চলনায় সেমিনারে ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবু সাইম, বিজনেস ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা ও রিসার্চ সোসাইটির সভাপতি ত্বকী ওয়াসিফসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের চাকরির যোগ্যতা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, ফ্রিল্যান্সিং ও চাকরির সুযোগ তৈরিতে বাস্তব অভিজ্ঞতা প্রদান করেন।
সেমিনারে মুখ্য আলোচক আব্দুল কাইয়ুম বলেন, ‘বর্তমান যুগে শুধু ডিগ্রি অর্জন করলেই সফলতা আসে না।শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও সামর্থ্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি দরকার যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা। আজকের তরুণ প্রজন্মকেই ভবিষ্যতের কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে যত বেশি নেটওয়ার্কিং, প্রজেক্ট ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া যাবে, ততোই পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে।’
উল্লেখ্য এসময় শিক্ষার্থীদের নোটবুক, কলম, সার্টিফিকেট, খাবার প্রদান করা হয় এবং FutureNation Scholarship Program-এর মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্সে ফ্রি এক্সেস প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
আপনার মতামত লিখুন :