ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাবিতে আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

জাবিতে আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন

ছবিঃ আমার ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচি'র স্মৃতিকে অম্লান রাখতে প্রধান গেট থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে 'আফসানা করিম রাচি স্মৃতি সড়ক' হিসেবে।

আজ (রবিবার) বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সড়কের নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন,

"বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের জন্য সব প্রস্তাব প্রত্যাখ্যান করে মানবিকতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছেন আফসানা করিম রাচি'র পরিবার। তাদের একমাত্র দাবি ছিল- যেন ভবিষ্যতে এমনভাবে আর কোনো প্রাণ না ঝরে। রাচি'র বাবা-মা অভিভাবকত্বের যে মহান উদাহরণ স্থাপন করেছেন, তা সত্যিই নজিরবিহীন।"

তিনি আরও বলেন,"বিশ্ববিদ্যালয় প্রশাসন রাচি'র বাবা-মা'র প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বিবেচনায় নিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চালুর বিষয়ে রাচি'র পরিবার সম্মতি জানিয়েছে- এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রাচি'র বাবা-মা, জাকসু'র সহসভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসু নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং রাচি'র পরিবারের সদস্যরা।

সড়কটির নামকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাচি'র স্মৃতি ও ত্যাগ চিরদিন বেঁচে থাকবে- এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!