বুটেক্স সায়েন্স ক্লাব আয়োজিত ইন্টার-ইউনিভার্সিটি Textile Innovation and Research Competition “TEXVERSE”-এর পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুন নূর।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বুটেক্স সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের উদ্ভাবনী ধারণার মাধ্যমে টেক্সটাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
প্রতিযোগিতাটি মোট ছয়টি সেগমেন্টে অনুষ্ঠিত হয়— পোস্টার প্রেজেন্টেশন, কুইজ কম্পিটিশন, ট্রেজার হান্ট, আর্টিকেল রাইটিং, ভিডিও কম্পিটিশন ও প্রজেক্ট এক্সহিবিশন।
এর মধ্যে পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান এবং কুইজ কম্পিটিশনে দ্বিতীয় স্থান অর্জন করেন ডুয়েটের আব্দুন নূর।
ডুয়েট শিক্ষার্থীরা জানান, এ অর্জন শুধু আব্দুন নূরের ব্যক্তিগত গৌরব নয়, বরং ডুয়েটের জন্য এক বিশাল সম্মান। তারা আশাবাদী, ভবিষ্যতেও ডুয়েটের শিক্ষার্থীরা এধরনের প্রতিযোগিতায় আরও সাফল্য বয়ে আনবে।

আপনার মতামত লিখুন :