ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নটর ডেমের ইংরেজি বিভাগের ‘ক্রিটিক্যাল ইনসাইটস’র চতুর্থ সংখ্যা প্রকাশ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

নটর ডেমের ইংরেজি বিভাগের ‘ক্রিটিক্যাল ইনসাইটস’র চতুর্থ সংখ্যা প্রকাশ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়েছে। সাময়িকীর প্রকাশনা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাময়িকীর সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাময়িকীর উপদেষ্টা ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাময়িকীর প্রকাশক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক সামি হোসেন চিশতি, সম্পাদকীয় বোর্ডের সদস্য দিলীপ কুমার সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ইসলাম।

২০২২ সালে প্রকাশনার যাত্রা শুরু করে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। গবেষণাধর্মী এ সাময়িকী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, সমালোচনামূলক চিন্তা ও গবেষণাচর্চার ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করেছে।

অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী বলেন, ‘এই সাময়িকী আমাদের শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অবদান রাখবে।

আমার ক্যাম্পাস

Link copied!