বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে আয়োজিত এ জাতীয় উৎসবের অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, T-10 ক্রিকেট টুর্নামেন্টসহ নানা আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ১০ জন করে শিক্ষার্থীকে ‘Skills Champion’ হিসেবে মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। হীত কার্যক্রমের মাসিক অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য secretary@bteb.gov.bd ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব (উপসচিব) মোঃ আল মাসুদ করিম।

 
               
                             
                             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :