ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ভর্তি পরীক্ষা পরিচালনায় জবিতে ১০ সদস্যের কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫

ভর্তি পরীক্ষা পরিচালনায় জবিতে ১০ সদস্যের কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন

ছবিঃ আমার ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ, ভর্তি কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ১০ সদস্যের একটি ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৯ অক্টোবর এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে অধ্যাপক ড. মো. সাজেদুল করিম  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ট্রেজারার এবং কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, চারুকলা অনুষদের ডিন মহোদ্বয়। পাশাপাশি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ভর্তি কমিটি দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রণয়ন ও সময়সূচি নির্ধারণসহ ভর্তি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!