রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত স্বেচ্ছাসেবী শিক্ষা উদ্যোগ সামাজিক স্কুলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল তিনটায় রাজশাহী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন। দিনটি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবু জোহা মোঃ জাষ্টিসুল হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, সামাজিক স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের যে শিক্ষা দেওয়া হচ্ছে তার সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি আর্থিকভাবে নয়, মানসিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। এসব শিশুদের লালন-পালন ও শিক্ষাদান এক কঠিন দায়িত্ব। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এক বিশেষ যোগ্যতা অর্জন করছে যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তিনি আরও বলেন, সামাজিক স্কুলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা কামনা করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক স্কুলের উপদেষ্টা সহকারী অধ্যাপক মহসিন-আল-মামুন, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা, সহকারী অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজ, সহকারী অধ্যাপক মোঃ সাদিকুল ইসলামসহ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিশুদের জন্য নানা খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাচ্চাদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ‘সামাজিক স্কুল’ রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগে পরিচালিত একটি শিক্ষা কার্যক্রম। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২০১৬ সালের ২৫ অক্টোবর রাজশাহীর রেলওয়ে পাড় বস্তিতে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে প্রায় শতাধিক শিশু প্রাথমিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক আচরণবিধির প্রশিক্ষণ পাচ্ছে।

আপনার মতামত লিখুন :