ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

হাবিপ্রবির ২য় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫

হাবিপ্রবির ২য় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনকে সফল ও স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন কমিটি ও উপ-কমিটি ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এই প্রস্তুতির অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টায় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

এ ছাড়া সনদপত্র প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, সদস্য সচিব প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, সদস্য প্রফেসর ড. আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ আইটি সেল, একাডেমিক ও বৃত্তি শাখা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে মোট ৮০৩৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!