রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় উপাচার্য আদেশে রেজিস্টার হারুন-অর রশিদ স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় ।  
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত ২০০৯ সনের ২৯ নং আইনের ধারা ২৮(৩) অনুসারে আপনাকে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২৯ অক্টোবর ২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বলবৎ থাকবে।
এর আগে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানের গুরুদায়িত্ব পালন করেন  অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান। তিনি  ব্যক্তিগত কারণ দেখিয়ে  পদত্যাগ করেন। এবং পরবর্তীতে  নতুন বিভাগীয় প্রধান হিসেবে প্রফেসর ড. মো. জাহিদ হোসেন নিযুক্ত করা হয় । তিনি গতকাল বুধবার  (২৯ অক্টোবর ২৫) বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 
এই বিষয়ে অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন বলেন, " বিভাগীয় প্রধান  হিসেবে দায়িত্ব গ্রহণ আসলে একটি নিয়মতান্ত্রিক প্রথা বিগত বিভাগীয় প্রধান  তার ব্যক্তিগত এবং কাজের চাপের কারণে পদত্যাগ করেছেন। তাই নিয়ম তান্ত্রিকভাবে আমি নিযুক্ত হয়েছি। গতকাল আমি শপথ গ্রহণ করেছি এবং সামনে মিটিং-এর মাধ্যমে  সকলকে সঙ্গে নিয়ে আমার দায়িত্ব পালন করব। "
উল্লেখ্য, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকে (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত আছেন।

 
               
                             
                             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :