ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীরা ভোটে এলে হারবে স্বাধীনতাবিরোধীরা: মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

শিক্ষার্থীরা ভোটে এলে হারবে স্বাধীনতাবিরোধীরা: মেঘমল্লার বসু

ছবিঃ সংগৃহীত

বিএনপি-জামায়াত জোট ডাকসু নির্বাচনকে প্রভাবিত করতে জেলায়-থানায় ঘুরে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে স্বাধীনতাবিরোধী শক্তি কোনোভাবেই জয়ী হতে পারবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) যমুনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘ডাকসু—দ্য স্টুডেন্ট ভয়েস’-এ অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

মেঘমল্লার বলেন, “ভোটের আগমুহূর্তে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে, তা লজ্জাজনক। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই সবকিছু বদলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থী যদি ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসেন, তাহলে সব সমীকরণ বদলে যাবে। শিক্ষার্থীরা যাকে খুশি তাকে ভোট দেবেন, কিন্তু ভোটে অংশগ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভোটে অংশ নিলে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী কোনো পদেই জিততে পারবে না। ফলাফল যাই হোক না কেন, প্রতিরোধ পর্ষদ ইতোমধ্যেই জিতে গেছে—কারণ আমরা দেখাতে পেরেছি ধর্মকেন্দ্রিক বিভাজনের রাজনীতি আর টিকবে না।”

অস্ত্রোপচারের কারণে কয়েকদিন মাঠে প্রচারণায় থাকতে না পারার কথাও উল্লেখ করেন মেঘমল্লার। তবে তিনি আশা প্রকাশ করেন, তার সহযোদ্ধারা প্রচারণা চালিয়ে গেছেন বলে শিক্ষার্থীরা তাকে ভোট থেকে বঞ্চিত করবেন না।

আমার ক্যাম্পাস

Link copied!