ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

৩০ হাজার টাকা ক্ষতিপূরণে ছেড়ে দেওয়া হলো রাজধানী পরিবহনের ২৮ বাস

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

৩০ হাজার টাকা ক্ষতিপূরণে ছেড়ে দেওয়া হলো রাজধানী পরিবহনের ২৮ বাস

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেছিলেন। প্রায় ১৬ ঘণ্টা পর মালিকপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকা প্রদান এবং মুচলেকা দেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীদের সঙ্গে আলোচনায় বসে পরিবহন মালিকপক্ষ। সেখানে তারা ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “মালিকপক্ষ লিখিতভাবে ক্ষমা চেয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তারা দিয়েছে।”

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সাভারের থানা স্ট্যান্ড থেকে টিউশন শেষে ফেরার পথে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন (২০২০-২১ সেশন) রাজধানী পরিবহনের এক বাসে ওঠেন। বাসের হেলপার গন্তব্যে নিয়ে কথা বলার পরপরই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় বাসটি চলতে শুরু করলে হালিমা পড়ে গিয়ে আহত হন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রাখে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হালিমা অভিযোগ করেন, এর আগেও তিনি একই পরিবহনে এমন আচরণের শিকার হয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!