ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং প্রয়াণ দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষ্যে 'আলোচনা ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, নাতে রাসুল গাওয়া সহ রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'পৃথিবীতে অনেক নবী-রাসূলের আগমন ঘটেছিল। তাদের অনুসারীরা একটা পর্যায়ে গিয়ে ঐ নবী বা রাসূলকে আল্লাহর সমকক্ষ বা তার সন্তান বলে দাবি করেছিল। ফলে তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে অনেক দল গড়ে উঠেছে, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যেন আমরা রাসূল (সা.) কে ঐ পর্যায়ে না নিয়ে যাই। মনে রাখতে হবে আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না। আমরা সূক্ষ্মভাবে শিরক করছি, যা নিয়ে কল্পনাও করি না। এসব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।'
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'পৃথিবীতে সকল নবী এবং রাসূল একটা বাণীই প্রচার করেছেন, সেটা হলো একত্ববাদ, আল্লাহকে ভয় করো। আমাদের একমাত্র মালিক আল্লাহ তায়ালা, তিনি ২৪ ঘণ্টা-ই আমাদের দেখছেন। এই বিশ্বাস যদি ধারণ করি তাহলে মিথ্যা কথা বলাসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব।'
আপনার মতামত লিখুন :