ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার

ছবিঃ সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে নেতৃত্বাধীন জোটের আসন হারানোর পর থেকেই দলের ভেতরে সমালোচনার মুখে পড়েন ইশিবা।

দলীয় চাপের মুখে এক সপ্তাহ আগে থেকেই তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তখন তিনি এ গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে রবিবার পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ইশিবা প্রতিশ্রুতি দিয়েছিলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংস্কারে উদ্যোগী হওয়ার। কিন্তু কয়েক মাসের ব্যবধানেই সংসদের নিম্নকক্ষে এলডিপি ও সহযোগী দল কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষেও হেরে যায় তারা।

আগামীকাল (সোমবার) এলডিপির বিশেষ নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য দলীয় বিভক্তি এড়াতেই নেতৃত্ব নির্বাচনের আগে ইশিবা পদত্যাগের ঘোষণা দিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!