ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, হুমকিতে ঢাকা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, হুমকিতে ঢাকা

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে ভূকম্পন হয়।।এটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। খবর ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির।

 

ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলেছে। এদিকে, জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রও (জিএফজেড) বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

 

এর আগে, গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।

 

Link copied!