জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অনতিবিলম্বে সরানোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন।
আজ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের শান্ত চত্বর এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো- বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধ বাসস্ট্যান্ড অপসারণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখা।
মার্কেটিং বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান বলেন, "আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের সামনে বাসস্ট্যান্ড থাকার কারণে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি৷ এই ভোগান্তি শেষ হবে কবে। এটাই আমাদের প্রথম কর্মসূচি না। গত বেশ কয়েকবার বাসস্ট্যান্ড সরানোর সময় বেধে দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই। জবি শিক্ষার্থীকে আহতকারী বাসকে জব্দ এবং এর জন্য জরিমানা আদায় করার পরিপ্রেক্ষিতে আমাদেরকে চাঁদাবাজ ট্যাগ দেয়া হচ্ছে, তাহলে কি আমরা শিক্ষার্থীর ক্ষতিপূরণ আদায় করার দাবি করতে পারি না? আমরা সাধারণ শিক্ষার্থী আমরা প্রতিদিন যাওয়া আসা করি কিন্তু এই বাসস্ট্যান্ড থাকায় আমাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়, যা নিশ্চিত করে আমরা কতটা নিরাপত্তাহীনতায় চলাচল করি। তাই জবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসের সামনে থেকে বাসস্ট্যান্ড সরানো অতি জরুরি। ছাত্রছাত্রী এমনকি শিক্ষক সমিতির পক্ষ থেকেও সময় বেধে দেওয়ার পরও কেন এখনো বাসস্ট্যান্ড সরানো হয়নি?"
এর আগে চলতি সপ্তাহে জবির মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে বাস চাপা দিলে শিক্ষার্থীরা আজমেরী গ্লোরী ও তানজিল পরিবহনের বাস আটকে রাখে।
আপনার মতামত লিখুন :