ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কখন দেখা যাবে

বিবিধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কখন দেখা যাবে

ছবিঃ সংগৃহীত

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও এটি উপভোগ করা সম্ভব হবে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।

বাংলাদেশ সময় রাত ৮টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং স্থায়ী হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট। গ্রহণের সবচেয়ে আকর্ষণীয় অংশ পূর্ণগ্রাস পর্ব শুরু হবে রাত ৯টা ২৭ মিনিটে। তখন পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপর পড়বে। এ সময়ে চাঁদ কালো না হয়ে লালচে বা তামাটে রঙ ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

রাত সাড়ে ১০টার দিকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। এরপর ধীরে ধীরে চাঁদ আবার তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।

এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান থেকে এটি দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কেবল আকাশপ্রেমীদের জন্য সৌন্দর্য উপভোগের সুযোগই নয়, বরং পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ একটি সময়।

আমার ক্যাম্পাস

Link copied!