ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ৭ ডিসেম্বর

কুবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ৭ ডিসেম্বর

ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সমাবর্তন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, প্রথম সমাবর্তনে যারা অংশ নিয়েছিল তারা ব্যতীত ডিসেম্বরের আগে যাদের অনার্স শেষ হয়ে সার্টিফিকেট হয়ে যাবে, তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আর আমরা একটা ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে তাদের তথ্য সংগ্রহ করব, আর সাথে কিছু স্পন্সরের ব্যবস্থাও করা হবে। 

জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)'র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ।  

এ নিয়ে সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'সমাবর্তনের শুধু তারিখ নির্ধারণ হয়েছে। অতিথি হিসেবে আছেন মাননীয় উপদেষ্টা সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, ইউজিসির চেয়ারম্যান ও আমাদের উপাচার্য স্যার।

আমার ক্যাম্পাস

Link copied!