ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

রাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ২৩ সদস্যের প্যানেল ঘোষণা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

রাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ২৩ সদস্যের প্যানেল ঘোষণা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ব্যানারে ছাত্র শিবির ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।

প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ফাহিম রেজা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন এস এম সালমান সাব্বির।

ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মো. শাহীন আলম, সহ-ক্রীড়া সম্পাদক আবু সাইদ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক সাইদা হাফসা। প্যানেলের অন্যান্য পদসহ মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয়বারের মতো মাস্টার্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

আমার ক্যাম্পাস

Link copied!