ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই’, দেশ ছাড়ার আগে জাকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই’, দেশ ছাড়ার আগে জাকের

ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপ খেলতে আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর দেশ ছেড়েছে। এই বহরে সবমিলিয়ে ছিলেন ১৩ জন সদস্য। এরমধ্যে ক্রিকেটার জাকের আলি অনিকও রয়েছেন। সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।

বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই হার্ডহিটার ব্যাটার বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’

এ ছাড়া বড় টুর্নামেন্টে সব ম্যাচেই চাপ সামলাতে হয় এবং একই গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে ভাষ্য জাকেরের, ‘ঠিক এভাবেই খেলতে হবে। বড় টুর্নামেন্ট বা সিরিজ সবই একই মাইন্ডসেটে খেলতে হবে।

আমরা দল হিসেবে সবগুলো ম্যাচই এভাবে খেলতে চাই। আলাদা কিছু নেই, আমরা শুধু আমাদের বেসিকে ফোকাস করে খেলতে চাই।’ টি-টোয়েন্টিতে এখনও ধারাবাহিক নয় বলে সমালোচনা শুনতে হয় বাংলাদেশ দলকে। সেসবের জবাব নয়, বরং নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে এশিয়া কাপে খেলার লক্ষ্য জাকের আলির, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।

আমার ক্যাম্পাস

Link copied!