নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ঠিক আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গোলকিপার মিতুল মারমা গ্রোয়েন ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না।
গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুশীলনে উপস্থিত থাকলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে অংশ নেননি তিনি। সকালে নিশ্চিত হয়, নেপালের বিপক্ষে একাদশে থাকছেন না মিতুল। তার জায়গায় প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনকে।
ইতোমধ্যেই দলে অনুপস্থিত নিয়মিত খেলোয়াড় হামজা চৌধুরী ও শমিত সোম। অনূর্ধ্ব–২৩ দল ভিয়েতনামে থাকায় নেই শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু এবং আরেক গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। ফলে বিকল্পহীন পরিস্থিতিতে কোচ হাভিয়ের কাবরেরা ভরসা করছেন সুজনের উপরেই।
ঘরোয়া লিগে নিয়মিত মুখ সুজন হোসেন। মোহামেডানের হয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৯১ ম্যাচ। ২০১৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে যোগ দিয়েছিলেন ঐতিহ্যবাহী এই ক্লাবে। যদি নেপালের বিপক্ষে একাদশে সুযোগ পান, তবে এটিই হবে ২৯ বছর বয়সী এই গোলরক্ষকের জাতীয় দলের অভিষেক।
আপনার মতামত লিখুন :